মুজাফরাবাদ যশোদা নন্দী মহিলা কলেজে বিনামূল্যে বই বিতরণ

| রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ার মুজাফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী (আবাসিক) মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির একশজন গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৪ মে) কলেজ মিলনায়তনে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সব বই বিতরণ করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবুল আব্বাসের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য এডভোকেট শম্ভুনাথ নন্দী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা সম্পাদক মোঃ আইয়ুব আলী, শিক্ষানুরাগী সদস্য অমিতাভ দত্ত, সমাজসেবা অফিসার মিজানুর রহমান। বক্তব্য রাখেন মেহরিন আহমেদ, মেহেরুন নেছা নিপা, মনীষা মল্লিক, তুলি তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করে যেতে হবে
পরবর্তী নিবন্ধচন্দনাইশে একই পরিবারের চারজনসহ পরোয়ানাভুক্ত ৮ আসামি গ্রেপ্তার