মুছে যাক সকল গ্লানি এই নববর্ষে

নুসরাত জাহান মুক্তা | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:০৮ পূর্বাহ্ণ

১৪২৯ বাংলাকে বিদায় জানিয়ে দুয়ারে কড়া নাড়ছে আরেকটি নতুন বর্ষ। বাঙালির নববর্ষ মানেই হলো সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে একত্রিত হয়ে বাঙালির বাঙালিত্বকে উদযাপন করার সংস্কৃতি। আমরা এই দিনে পুরনো বছরের সকল ক্লেশ, গ্লানি, জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বর্ষের নতুনত্বকে বরণ করে নিই।

আমরা করোনা মহামারীর মতো দুঃখে ভরা দিন থেকে নিজেদের মুক্ত করেছি। সকল বাঙালি নববর্ষে পুরনো যত না পাওয়ার বেদনা, যত ভুলত্রুটি সব বিসর্জন দিয়ে নতুন করে জীবন সাজাতে চাই। নতুন বর্ষ সকলের ভালো কাটুক এই কামনাই থাকবে। আসুন সবাই একি সুরে বলি ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।’

পূর্ববর্তী নিবন্ধপহেলা বৈশাখ ও আমার ছোটবেলা
পরবর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা