মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির ইফতার সামগ্রী বিতরণ

আজাদী অনলাইন | শুক্রবার , ২৩ এপ্রিল, ২০২১ at ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে মুছাপুর ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ২৫০ পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুছাপুর প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা আকতারুজ্জামান সুজন, মো.আবু হায়দার, প্রভাষক মিলাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দীন, খাদেম ফকির, মো.কাউছার, মো. আকরাম উদ্দীন রয়েল প্রমুখ।

এ সময় বক্তারা দেশের এ ক্লান্তিলগ্নে গরীব অসহায়দের পাশে এগিয়ে আসার জন্য মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানান। আগামিতেও মুছাপুর ৫নং ওয়ার্ড প্রবাসী কল্যাণ সমিতি আর্তমানবতার সেবাই কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের ঘুমধুম সীমান্তে বন্দুকযুদ্ধে নিহত ১
পরবর্তী নিবন্ধরোববার থেকে খুলছে দোকান ও শপিংমল