চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে প্রক্টরিয়াল বডি। পরে বিশ্ববদ্যালয়ের আশেপাশে কাজ করবে না বলে শর্তে ছেড়ে দেয়া হয়েছে। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নির্মাণাধীন একটি ভবন থেকে ওই শ্রমিককে আটক করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, আটককৃত নির্মাণ শ্রমিকের নাম মোহাম্মদ মাসুদ।
গত এক সপ্তাহ ধরে সে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে।
ওই ছাত্রীর স্বামী রাশেদ সামি বলেন, কেন্দ্রীয় মসজিদের বিপরীতে নাহার ভিলা নামের এক নির্মাণাধীন ভবনের এক শ্রমিক টিউশনে যাওয়ার সময় আমার স্ত্রীকে এক সপ্তাহ ধরে বিভিন্ন কটু কথা বলে আসছিল। গতকাল ভবন মালিককে বিষয়টি জানালে তিনি কোন পদক্ষেপ নেননি। সর্বশেষ আজ সকালেও টিউশনে যাওয়ার সময় উত্ত্যক্ত করেছে। আমরা এ খবর পেয়ে তাকে আটক করে জিরো পয়েন্টে পুলিশ বঙে নিয়ে আসি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক নির্মাণ শ্রমিককে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধরে পুলিশ বক্সে নিয়ে আসে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। সে উত্ত্যক্তের বিষয়টা স্বীকার করেছে। আমরা মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছি।