মুখ রক্ষার পথ খুঁজছে সৌদি আরব

| বৃহস্পতিবার , ১০ জুন, ২০২১ at ৭:৩২ পূর্বাহ্ণ

ছয় বছর ধরে দারিদ্রপীড়িত ইয়েমেনে আগ্রাসন ও লাগাতার বোমা বর্ষণের পর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সৌদি আরব। আর সে কারণে এখন অনেকটা বেপরোয়াভাবে মুখ রক্ষার পথ খুঁজছে দেশটি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজির অন্তর্বর্তী প্রধান রিচার্ড আটউড এক নিবন্ধে এমন কথা বলেছে। খবর বাংলানিউজের।
রিচার্ড আটউড বলেছেন, ইয়েমেনে আগ্রাসন চালিয়ে সৌদি আরব যা চেয়েছিল তা পায়নি। রিয়াদের এই ব্যর্থতা সৌদি সরকারকে বেকায়দায় ফেলেছে। তিনি বলেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন করা সৌদি আরবের পক্ষে সম্ভব নয়। উল্টো তাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনরোষ বাড়ছে। ইয়েমেন পরিস্থিতি স্বাভাবিক করতে সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান।

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে বাস অটো সংঘর্ষে নিহত ১৭
পরবর্তী নিবন্ধহ্যারি-মেগান কন্যার নাম নিয়ে বিতর্ক