মুখ খুললেন প্রিয়াঙ্কা

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মিস ওয়ার্ল্ডের খেতাব নিয়ে নেমেছিলেন বলিউডে, জনপ্রিয়তাও পেয়েছিলেন। এক যুগ বাদে হলিউডে পা রেখে বিয়ে করে ব্যবসা খুলে এখন আমেরিকায় থিতু প্রিয়াঙ্কা চোপড়া। কেন বলিউড ছেড়ে হলিউডে? ভক্তদের এই কৌতূহল মেটেনি দীর্ঘদিন; সাত বছর পরে মুখ খুললেন এই অভিনেত্রী। খবর বিডিনিউজের।

এক পডকাস্টে প্রিয়াঙ্কা তার বলিউড বিমুখতার কারণ প্রকাশ করলেন বলে এনডিটিভি মঙ্গলবার জানিয়েছে। আমেরিকান অভিনেতা ড্যাক্স শেফার্ডের ‘আর্মচেয়ার’ পডকাস্টে এসে প্রিয়াঙ্কা বলেন, ইন্ডাস্ট্রিতে (বলিউড) আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে সিনেমায় নেওয়া হচ্ছিল না। আমার অভিনয় হয় না, এমনটা বলা হচ্ছিল। এই রাজনীতিতে আমি ভীষণ তিক্ত হয়ে পড়েছিলাম। তখন আমার মনে হয়েছিল, একটা বিরতি নিই।

২০০০ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের পরপরই নিজ দেশ ভারতে সিনেমায় নামেন প্রিয়াঙ্কা। অনেক সিনেমায় অভিনয় করার পাশাপাশি দুই বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জেতেন তিনি। ২০১৫ সালে আমেরিকান টিভি সিরিজ কুয়েন্টিকোকে অভিনয়ের মাধ্যমে হলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। তারপর থেকে বলিউডে অনিয়মিত তিনি।

২০১৮ সালে আমেরিকান গায়ক নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এরই মধ্যে মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। কয়েক বছর আগে নিউ ইয়র্কে রেস্তোরাঁ খুলেছেন তিনি।

প্রিয়াঙ্কা জানান, এক দশক আগে তিনি যখন বলিউডে অবসাদে ছিলেন, তখন আঞ্জুলা আচারিয়া (বর্তমানে প্রিয়াঙ্কার ম্যানেজার) এক প্রস্তাব নিয়ে আসেন। আমেরিকান মিউজিক ভিডিওতে কাজ করতে আগ্রহী কিনা, প্রিয়াঙ্কার কাছে তা জানতে চাওয়া হয়। বলিউড ছাড়ার এই সুযোগ এই অভিনেত্রী লুফে নেন।

পডকাস্টে প্রিয়াঙ্কা বলেন, সেই ঘটনা আমার কাছে আরেক পৃথিবীর দুয়ার খুলে দিয়েছিল। যখন আমার মনে হয়েছিল, ধুর ছাই, আমি আমেরিকায়ই যাই।

পূর্ববর্তী নিবন্ধসিএমপি ও কমিউনিটি পুলিশিং মহানগরের ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধ১৩ বছর পর ছোট পর্দায়