মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে ফের রোহিঙ্গা মাঝি খুন

উখিয়া প্রতিনিধি | রবিবার , ৮ জানুয়ারি, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

উখিয়ায় মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আবারো এক রোহিঙ্গা মাঝি খুন হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের এব্লকের হেডমাঝি রশিদ আহাম্মদ (৪৫) নামের এ রোহিঙ্গা নেতা ঘটনাস্থলে নিহত হন।

নিহতের আত্মীয় সংশ্লিষ্টরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ব্লকের ৮ নম্বর সাব ব্লকের রাস্তার ওপর রশিদ আহাম্মদকে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এসময় তিনি সাব ব্লকে একটি শালিস বৈঠক শেষে নিজ ঘরে ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার ওপর তাকে আটকিয়ে ১০/১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে পার্শ্ববর্তী রোহিঙ্গারা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে

নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উক্ত ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কিছু জানাতে পারেননি। তবে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে উখিয়ার বালুখালী ৮ইস্ট ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়। এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। এর আগে গত ২৬ ডিসেম্বর সকাল ১১টার দিকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে উখিয়ার বালুখালী ৮ইস্ট ক্যাম্পে মোহাম্মদ হোসেন প্রকাশ শফিক (৪০) নামের এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) খুন হন।

পূর্ববর্তী নিবন্ধ২৭ দফা বিএনপির আন্দোলনের অংশ
পরবর্তী নিবন্ধপাগলা মসজিদের দানবাক্সে ৪ কোটি ১৮ লাখ টাকা