এই যে দেখি বলো খোকা মুখটা কেনো কালো
রং পেন্সিল কাগজ দিলাম মন হয়ে যাক ভালো।
পাওনি বুঝি রোদের দেখা খেলতে আজি মাঠে
যাওনি বুঝি বন্ধু সকল দূরের নদীর ঘাটে।
খেলবে নাকি কানামাছি আজকে আমার সাথে
মেঘ পরীদের গল্প হবে জোছনা মাখা রাতে।
তোমায় দিলাম উছল নদী কলকলানো ঢেউ
দেখবো আমি প্রাণটা ভরে দেখবে না আর কেউ।
ঘাস ফড়িংয়ের মতো তুমি উড়তে যদি চাও
ডাকছে তোমায় সবুজ শ্যামল উজান তলী গাঁও।