মুখখানি তার আঁকি বারবার

ইকবাল বাবুল | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ভোর থেকে সেই ঘোর কাটছে না ঝরছে কেবলি বৃষ্টি

জানালাটা ধরে দূরে বহুদূরে মেলে আছি আমি দৃষ্টি

ভাবছি কী আমি ? তাআমিই জানি, সব পড়ে আজ মনে

ঘটেছিলো সেই করুণ কাহিনি এরকমই এক ক্ষণে !

সেদিনও আকাশ কেঁদেছিলো খুব চোখে ছিলো তার জল

পাখিদের ঠোঁটে বেজে উঠেছিলো কষ্টের বিউগল

সুবেসাদিকের আজানের ধ্বণি ভেসে এসেছিলো কানে

এই ধ্বণি কতো দূরে ছড়িয়েছে মিনারের চূড়া জানে

আমি জানি কেনো জেগে উঠলাম দেখে আজ কোন্‌ খা

কারা বুঝবে সে আজকের দিনে কী আমার মনোভাব

কেনো বুকটাতে হু হু করে আর জ্বলে উঠে হুতাশন

কেনো এতো শোক ভেজা দুটি চোখ বড়ো অগোছালো মন

শুধু পড়ে মনে এই বরিষণে ভেসে উঠে তার স্মৃতি

অফুরান সেই ভালোবাসা আর জনকের প্রতি প্রীতি

ভুলি নাই তাকে, ভোলা যায় না যে ; কী করে যে তাকে ভুলি

মুখখানি তার আঁকি বারবার স্মৃতিটাকে করে তুলি।

পূর্ববর্তী নিবন্ধযারা কোনদিন
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সাথে একদিন