মুক্ত মানুষের মুক্ত সমাজে বিশ্বাস করতেন সাইফুদ্দিন খালেদ খসরু। যুক্তি ও বুদ্ধির মুক্তিতে তার আশাবাদ ছিল সবসময়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি হন। শৈশব থেকেই তিনি যুক্ত ছিলেন খেলাঘর আন্দোলনের সাথে। আমৃত্যু সমাজ সমীক্ষা সংঘসহ অন্যান্য প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও অন্যতম সংগঠক সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভা গতকাল শনিবার চেরাগী পাহাড় মোড়ে বৈঠকখানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। এতে বক্তারা উপরোক্ত কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ। স্মৃতিচারণ করেন শিশু সংগঠক ওসমান গণি বাবুল, বাচিক সংগঠক তারুণ্যর উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল্লাহ্ হাসান পিকু, সমাজ সমীক্ষা সংঘের পরিচালক (সংগঠন) তাপস রায়, পরিচালক (অর্থ) মিটু কুমার শীল, পরিচালক বিকাশ বড়ুয়া ও দ্বৈপায়ন পাল, সদস্য প্রদীপ ধর, লিপি তালুকদার ও সাইফুদ্দিন খালেদ খসরুর ছেলে খালেদ আরাফাত। সঞ্চালনা করেন সমাজ সমীক্ষা সংঘের অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ। প্রসঙ্গত, সাইফুদ্দিন খালেদ খসরু পিতা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও সাহিত্যিক ড. রশীদ আল ফারুকী। প্রেস বিজ্ঞপ্তি।