সিজেকেএস সিডিএফএ আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী দল হালিশহর মুক্ত বিহঙ্গ ক্লাবের ফুটবল কমিটি গঠনকল্পে এক সভা মো. আবদুল কুদ্দুস সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর ও ৩৮ নং হালিশহর আওয়ামী লীগের সভাপতি মো. হাসান মুরাদ।
আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল, মুক্ত বিহঙ্গ ক্লাবের সাধারণ সম্পাদক শওকত আকবর, নুরুল আবছার সাকি, মো. সালাউদ্দিন, মো. বাহাদুর, মো. ইব্রাহিম খলিল, মনজুর আলম, কিবরিয়া, ফিরোজ, শাহনামা ও আবু নাঈম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ব্যবসায়ী আকতার শরিফকে চেয়ারম্যান, সমাজসেবক মো. আলিকে ম্যানেজার ও আলমগীরকে ফুটবল প্রশিক্ষক হিসেবে মনোনিত করে ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।