বর্গী এলো বর্গী এলো বর্গী এলো ওই
মুক্তিকামী তরুণ যুবা কইগো তোরা কই ?
উঠরে তোরা জেগে এবার উঠরে তোরা জেগে
লড়াই করে হায়েনাদের দিতেই হবে ভেগে।
থাকিস না আর ঘুমের ঘোরে দেশ–মা তোদের ডাকে
মুক্ত করে আনতে হবে বন্দিনী দেশ মাকে।
উঠলো জেগে বীর বাঙালি লাগলো ভীষণ লড়াই
পালিয়ে গেল পাক হানাদার শেষ হলো সব বড়াই।
বিশ্ববুকে মাথা তুললো স্বাধীন বাংলাদেশ
শাসন শোষণ নিপীড়নের হবে কি আর শেষ?








