গতকাল শনিবার বিকালে সাড়ে চারটায় মাদার বাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের অস্থায়ী অফিসে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের পর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ–সভাপতি মোঃ আসলাম হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ। বক্তব্য রাখেন শেখ খালেদ মেজবাহউদ্দিন, মোঃ আলমগীর হোসেন, শামীম আহমেদ, মোঃ ইদ্রিস, মোঃ শাহেদ, মোঃ আলাউদ্দিন, মোঃ জাহেদুর রহমান, মোঃ মোজাহার উদ্দিন, মোঃ হোসেন, জাফর ইকবাল, মোঃ মহিউদ্দিন সাজ্জাদ ও নবেদুর রহমান মিজান। সভায় সিদ্ধান্ত সমূহ গত সভার কার্যবিবরণী অনুমোদন, মামলা প্রকৃত খরচ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ পূর্ণ বেঞ্চ এ আদেশ মতে সিজেকেএস মেজর কাদের মাহামুদ চৌধুরী শামীম আহমেদ ও আবিদা খানম এর নাম প্রেরণ, যারা নতুন সদস্য ফরম পূরণ করে জমা দিয়েছে তা অনুমোদন। সভা শুরু এর পূর্বে পবিত্র আশুরা উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন তাজেদারে মদিনা মডেল মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ শিহাব উদ্দিন আল কাদেরী, শেষে পথচারী দের মাঝে শরবত ও তবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।