দেশকে মুক্ত করা তাদের
ছিলো প্রধান লক্ষ্য,
তাইতো নির্ভীক যোদ্ধারা সব
পেতে দেয় নিজ বক্ষ।
শত্রু সকল ভয়ে পালায়
এমন সাহস দেখে,
বাংলার পথে ঘাটে তাদের
যুদ্ধ অস্ত্র রেখে।
উড়তে থাকে বাংলা জুড়ে
বিজয় নিশান দুলে,
নাচতে থাকে পাখপাখালি
কণ্ঠে গীতি তুলে।
রক্ত মাখা বিজয় নিশান
মুক্তি যুদ্ধের গর্ব,
রক্ষা করতে হবে সবার
শক্তি দিয়ে সর্ব।





