কাজীর দেউড়িস্থ একটি রেস্টুরেন্টে গত ৮ এপ্রিল মিউজিক ভিডিও হাতছানি মুক্তি পেয়েছে। বেতার, টিভি উপস্থাপক দিলরুবা খানমের সঞ্চালনায় উদ্বোধন করেন ডা. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, শিল্পী জয়ন্তী লালা, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, শিল্পী ইকবাল হায়দার, শিল্পী আব্দুর রহিম, নাট্যজন সাইফুল আলম, মাসুক শামসুদ্দিন খালেদ, খাদ্য কর্মকর্তা সুনীল দত্ত, বেতারের অনুষ্ঠান ঘোষক কাজী হাসানুজ্জামান। বক্তব্য দেন, খাদ্য কর্মকর্তা দোলন দেব, শিল্পী ইমরান ফারুকী, জামাল আহমেদ, সারোয়ার আমিন বাবু, জসীম উদ্দীন মিঠুন, সুচরিত চৌধুরী টিংকু, মানস শেখর, মুন্না ফারুক, ডা. মানস চৌধুরী, সাইফ সাইফু, কনক রাজবর, সব্যসাচী রনি, শিল্পী মুক্তা সরকার, ফরিদ বঙ্গবাসী, দিদারুল ইসলাম, ইকবাল পিন্টু, শাহ আলম, রবিন গুহ, সুশান্ত মিত্র, রিয়াজ ওয়াইজ, মোরশেদুল আলম, মুন্না চৌধুরী, সাবিনা জিন্নাত রুপা, মো. সাজ্জাদ হোসেন, লিটন সেন, মিলি চৌধুরী, দেবাশীষ রুদ্র, মেজবাহ চৌধুরী, সিমলী দাশ, আশরাফুল করিম সৌরভ, জাহেদুর রহমান সোহেল, সুকুমার দে, জাওইদ চৌধুরী, মামুন নাজিম, প্রিন্স রুবেল, ইফতেখার সাইমন, পলাশ, কবি মনিরুল মনির, আহসানুল কবির রিটন। প্রেস বিজ্ঞপ্তি।