মুক্তি পেল যুদ্ধজয়ের কিশোর নায়ক

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের অনুদানে সাহিত্যিক পাশা মোস্তফা কামালের কাহিনি অবলম্বনে লেখক শায়লা রহমান তিথি নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ মুক্তি পেয়েছে। গত ২৪ আগস্ট তথ্য ও সমপ্রচার সচিব মো. মকবুল হোসেন রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালায় চলচ্চিত্রটির প্রিমিয়ার শো উদ্বোধন করেন। ২০২০-২১ অর্থবছরের অনুদানের এ চলচ্চিত্রটির পরামর্শক এবং ‘সূর্যদীঘল বাড়ি’ ছবির পরিচালক মসিহউদ্দিন শাকের, সংগীত শিল্পী ও পরিচালক বাপ্পা মজুমদার এবং চলচ্চিত্র নির্মাতা প্রদীপ ঘোষ অনুষ্ঠানে অংশ নেন।
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দুই দিনে ছবিটির ৩টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গোলাম ফরিদা ছন্দা, মুজাহিদ বিল্লাহ ফারুকী প্রমুখ অভিনীত মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে এক গ্রাম্য কিশোরের সাহসিকতার কাহিনি ‘যুদ্ধজয়ের কিশোর নায়ক’ চলচ্চিত্রের চিত্রনাট্যকার মুজিবুল হক, শিল্প নির্দেশনায় আনোয়ার সেলিম, সম্পাদনায় ধীমান মিয়াজী, চিত্রগ্রহণ এসএম সুমন আহমেদ, সংগীত পরিচালনায় বাপ্পা মজুমদার, গীতিকার পাশা মোস্তফা কামাল ও ব্রত রায়, সংগীতে বাপ্পা মজুমদার ও মধুমিতা মৌ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সঙ্গে শুভর ভালোবাসার মুহূর্ত
পরবর্তী নিবন্ধপাইওনিয়ার লিগ চ্যাম্পিয়ন রামপুর একাদশের সংবর্ধনা