মুক্তি পেল ‘বীরত্ব’

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

একমাত্র সিনেমা হিসেবে গতকাল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। চিকিৎসকের বীরত্বের গল্প নিয়ে এটি নির্মাণ করেছেন নবাগত পরিচালক সাইদুল ইসলাম রানা। সিনেমাটি একযোগে দেশের ৩৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে চিত্রনায়ক মামনুন ইমনের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে আসা নবাগত নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। খবর বাংলানিউজের।
‘বীরত্ব’র মুক্তি প্রসঙ্গে সাইদুল ইসলাম রানা বলেন, দেশের প্রায় সব বড় সিনেমা হলে ‘বীরত্ব’ মুক্তি পেয়েছে। শুরুতে ৩৩টি প্রেক্ষাগৃহ চূড়ান্ত হলেও, পরে আরেকটি বেড়ে মোট ৩৪টি হয়েছে। আশা করছি সবগুলো প্রেক্ষাগৃহে দশকদের সাড়া পাবো। ‘বীরত্ব’ সিনেমায় ছোট পর্দার নন্দিত অভিনেতা ইন্তেখাব দিনার ও আহসান হাবিব নাসিম মাসুমকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। প্রথমবারের মতো তারা দুজনই সিনেমায় খলচরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বড়দা মিঠু, মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, রওনক হাসান, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রণব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়াসহ অনেকে। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো কোনো আইটেম গানে কোমর দুলিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। পরিচালনার পাশাপাশি সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপও লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা নিজেই। পিং-পং এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বণিক, সিনেমার নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। পরিবেশনা করেছে দ্য অভি কথা চিত্র।

পূর্ববর্তী নিবন্ধথাইল্যান্ডে অস্ত্র প্রশিক্ষণ নিলেন তাসনিয়া ফারিণ!
পরবর্তী নিবন্ধশর্মিলার বায়োপিকে অভিনয় করতে চান সারা?