মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৪:০০ পূর্বাহ্ণ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র গতকাল মুক্তি পেয়েছে। এতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড উঠে এসেছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল বুধবার ২১ মিনিট ৫৯ সেকেন্ড দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি প্রকাশ করেছে। এর সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়েছে, পৃথিবীর ইতিহাসের অন্যতম ন্যক্কারজনক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে বাংলাদেশ ঐক্যবদ্ধ। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় উন্নয়ন, সেবা ও নৈতিক সমাজ গঠনের অঙ্গীকার ডা. এটিএম রেজাউল করিমের
পরবর্তী নিবন্ধকক্সবাজারে নজরদারি জোরদার, ২৮ পয়েন্টে নিরাপত্তা চৌকি