আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মারমা ভাষায় নির্মিত সিনেমা ‘গিরিকন্যা’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদের অধ্যাপক মুনতাসীর মামুন। পার্বত্য জেলা বান্দরবানের মারমা জনগোষ্ঠীর প্রবীণ চিকিৎসক মং উষা থোয়াইয়ের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা প্রদীপ ঘোষ। খবর বিডিনিউজের। গত বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে বলে জানান সেন্সর বোর্ডের উপ-পরিচালক মমিনুল হক। নির্মাতা প্রদীপ ঘোষ বলছেন, আমার জানা মতে, এটি প্রথম মারমা ভাষায় নির্মিত কোনো চলচ্চিত্র, যা সেন্সর সার্টিফিকেট পেল। আমাদের ভুখণ্ডে যে সকল ভাষার অস্তিত্ব আছে সেই সব মানুষের মায়ের ভাষাকে সম্মান জানানোর জন্য ‘গিরিকন্যা’ একটি উদ্যোগ মাত্র। প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারমা জনগোষ্ঠীর সদস্যরা। প্রদর্শনীতে আলোচক হিসেবে থাকবেন জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি শংকর সাওজাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামালউদ্দিন আহমেদ।