সেনাশাসিত মিয়ানমারের আদালত ১১ বছরের কারাদণ্ড দেওয়ার তিন দিনের মাথায় মুক্তি পেয়েছেন মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টার। খবর বিডিনিউজের।
ফেনস্টারকে ‘অন্যায়ভাবে’ আটকে রাখার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিল, সে আহ্বান উপেক্ষা করেই শুক্রবার ৩৭ বছর বয়সী সাংবাদিককে উসকানি দেওয়া, অভিবাসন আইনের লংঘন ও বেআইনি সংগঠনের সঙ্গে যোগসাজশের দায়ে সাজা দেওয়া হয়। মার্কিন এই সাংবাদিক যে অনলাইন ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক, সেই ফ্রন্টিয়ার মিয়ানমার তার মুক্তির খবর নিশ্চিত করে জানিয়েছে। ফেনস্টার মিয়ানমার থেকে চলে যাওয়ার ফ্লাইটে আছেন বলেও জানায় নিউজ সাইটটি। তবে তিনি কোথায় যাচ্ছেন তা জানানো হয়নি। মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুনও ফেনস্টারকে দেশ ত্যাগের অনুমতি দেওয়ার বিষয়টি বিবিসি-কে নিশ্চিত করে জানিয়েছেন। চলতি বছরের মে-তে মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার চেষ্টা করার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ফেনস্টার, ইয়াংগনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয় তাকে।