‘মুক্তির কথা শুনি’

| শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:২২ পূর্বাহ্ণ

শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের উদ্যোগে ‘মুক্তির কথা শুনি’ শিরোনামের বিতর্ক ও কথামালায় গত ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের বিজয়ের দিন উদযাপন করে। দৃষ্টি চট্টগ্রামের সাফিয়া গাজী লার্নিং সেন্টারে সংগঠনের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠির কথামালায় অতিথি ছিলেন কবি মোদ্দাচ্ছের আলী। বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, রিফাত সম্রার্ট, সাবের শাহ, কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান, মুন্না মজুমদার, সাখাওয়াত হোসান, হোসাইন সামী, মাহাদী হাসান, মেহেবুবা তিশা, জুনায়েদ আসাদ। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সিনিয়র সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সহিদুল্লাহ চৌধুরী
পরবর্তী নিবন্ধইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে