বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় আয়োজন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা ও ৭ই মার্চের ভাষণের উপর প্রতিযোগিতাসহ জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমিতে হয় চিত্রাঙ্কন, হাতের লেখা, নৃত্য ও বঙ্গবন্ধুকে নিয়ে গানের প্রতিযোগিতা। সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ এবং সাড়ে ৯ টায় কেক কাটা হয়। এছাড়া বিকাল সাড়ে ৪ টায় সার্কিট হাউস থেকে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠ পর্যন্ত র্যালি বের করা হয়। এরপর বিকাল ৫ টায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন হয়।
এদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজনও করেছে জেলা প্রশাসন। যেটি গতকাল বিকাল সাড়ে ৪ টায় এম এ আজিজ স্টেডিয়াম মাঠে উদ্বোধন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও বীর মুক্তিযুদ্ধা এ কে এম সরোয়ার কামাল প্রমুখ। এ মেলা চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।












