মুক্তির অপেক্ষায় ‘প্রিয় কমলা’

| মঙ্গলবার , ১৬ মার্চ, ২০২১ at ১১:১২ পূর্বাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। দীর্ঘদিন পর আগামী ১৯ মার্চ সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রিয় কমলা’ সিনেমাটি। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক শাহরিয়ার নাজিম জয়। অপু বিশ্বাস বলেন, ‘প্রিয় কমলা’ সিনেমার গল্প ও আমার চরিত্র সম্পূর্ণ ভিন্ন। মুক্তিযুদ্ধের ওপর দারুণ একটি গল্পে অভিনয় করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। অপুকে কেন্দ্র করেই এর গল্প এগিয়েছে। ১৯ মার্চ সিনেপ্লেক্সে মুক্তির পর ২৬ মার্চ চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে বলে জানিয়েছেন নির্মাতা। ২০১৫ সালে ‘প্রার্থনা’ সিনেমা নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হয় শাহরিয়ার নাজিম জয়ের। এর আগে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় অভিনয় করেন অপু বিশ্বাস। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেন নীরব।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিক-পলিথিন নিষিদ্ধে আইন বাস্তবায়নের দাবি
পরবর্তী নিবন্ধগ্র্যামিতে ইতিহাস গড়লেন বিয়ন্সে টেইলর