বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) কেন্দ্রীয় কমিটির সভাপতি, বর্ষীয়ান শ্রমিক নেতা ও রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা কমরেড সহিদুল্লাহ চৌধুরী গতকাল শুক্রবার বেলা ২টা ১৫মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, নাতি–নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।