সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে গত ১ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টায় বীর মুক্তিযোদ্ধা সমর চৌধুরী (৬৯) পরলোকগমন করেন। পরদিন ২ ফেব্রুয়ারি দুপুর ১টায় চট্টগ্রাম জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কাদের, সাতকানিয়া থানার এসআই জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।