মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের প্রস্তুতি সভা

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ড আয়োজিত ৫ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ৫দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা সফল করতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখার এক প্রস্তুতি সভা গতকাল শনিবার দারুল ফজল মার্কেটে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মিজানুর সজীবের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তারা নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি থানা ও প্রাতিষ্ঠানিক কমান্ডের নেতৃবৃন্দ শোক দিবসের অনুষ্ঠানমালা সফল করতে মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব কাজী রাজিশ ইমরান, যুগ্ম আহবায়ক সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সদস্য হাসান মো. আবু হান্নান, আশরাফুল হক চৌধুরী, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, সৈয়দ মাঈনুল আলম সৌরভ, জয়নুল আবেদিনসহ ১৪ থানা ও প্রাতিষ্ঠানিক কমান্ডের আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্যসচিববৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী হাসপাতালে ৭ বছর পর অপারেশন থিয়েটার চালু
পরবর্তী নিবন্ধবর্ধিত সভায় গোলাম আকবর