মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠানিক কমান্ডের সভা

| বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রাতিষ্ঠনিক কমান্ড চট্টগ্রামের এক সভা গতকাল বুধবার সংগঠন কার্যালয়ে ফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সিরাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বোরহান উদ্দিন, অধ্যক্ষ সামশুদ্দীন আহমদ, এনামুল রশিদ চৌধুরী, হাবিবুল্লাহ বাহার, গোলাম মাওলা চৌধুরী, নুরুল ইসলাম, দয়াল হরি দে, বেলায়েত হোসেন, আবুল হোসেন মাস্টার প্রমুখ।

সভায় মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি, মুক্তিযোদ্ধা-মুক্তিযুদ্ধ সংবিধানে সংযোজন, সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, জেলায়-উপজেলায় মহান মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা, চিকিৎসা ভাতা চালু করা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের সিলেবাসে সংযুক্ত করার দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঠে মাঠে সোনালি ধান
পরবর্তী নিবন্ধমীরসরাই হানাদার মুক্ত দিবস আজ