মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মতবিনিময় সভা অনুষ্ঠিত

| মঙ্গলবার , ১৩ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের এক মতবিনিময় সভা গতকাল সোমবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসেমের সভাপতিত্বে এবং সিজেকেএস কাউন্সিলর মো সরওয়ার আলম চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মসিউর রহমান চৌধুরী, পিএইচপি ফ্যামেলীর পরিচালক মোহাম্মদ আক্তার পারভেজ, মোস্তফা গ্রুপের পরিচালক মাহফুজুর রহমান, দৈনিক পূর্বকোণের পরিচালক জাসির চৌধুরী ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী তানভীর আনোয়ার, ওয়াশেন খাতিব, আবদুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রাকিব আল নাসের প্রমুখ।

মতবিনিময় সভায় ২০২২-২৩ মৌসুমে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে শক্তিশালী দল গঠন এবং অন্যান্য ইভেন্টে ভালো মানের দল গঠনের সিদ্ধান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধতায়কোয়ান্দোতে আরো সফল হতে চান চট্টগ্রামের মাইশা
পরবর্তী নিবন্ধভারতের বিপক্ষে টেস্ট সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম ১০০ টাকা