মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবল কমিটি গঠিত

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৩২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের মতবিনিময় সভা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোজাফ্‌ফর আহমদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল, বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খোরশেদ আলম যুদ্ধাহত, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রামের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর আহবায়ক সাহেদ মুরাদ সাকু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ গোলাম রসূল রাব্বানীকে চেয়ারম্যান, পারভেজুল হক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান ইরফানুল কাদরীকে ম্যানেজার করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন ভাইস চেয়ারম্যান সোমেন কুমার দত্ত রনি, মো. আবু তাহের, মো. সেলিম উদ্দিন তালুকদার, মোঃ মশিউর রহমান, আহম্মেদ রাসেল, ডাঃ সজিব কুমার তালুকদার, ফুটবল কমিটির পরিচালক জালাল উদ্দীন পিন্টু, মো. গিয়াস উদ্দিন জাবেদ, আরিফুল ইসলাম সুমন, বুলবুল শরীফ।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি আজ
পরবর্তী নিবন্ধজয়ে শুরু চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের