মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্রিকেট দলের জার্সি উম্মোচন

| বুধবার , ২৫ জানুয়ারি, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম ক্রিকেট দলের জার্সি উন্মোচন করা হয়েছে গত সোমবার রাতে। এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ হিরো’র সভাপতিত্বে এবং সিজেকেএস কাউন্সিলর মো: সরওয়ার আলম চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু, সিপিডিএল এর চিফ অপারেটিং অফিসার মো: কামরুজ্জামান জোয়ার্দার।

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, এহসানুল হক চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মসিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, আ ন ম ওয়াহিদ দুলাল, মো: নাছির মিয়া, দিদারুল আলম, কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, মো. এনামুল হক, লুৎফুল করিম সোহেল, রায়হান উদ্দিন রুবেল, মুছা বাবলু, আবু জাহেদ, মাহতাব উদ্দিন হুমায়ুন, টিম ম্যানেজার এহসান ইমতিয়াজ চৌধুরী, পরিচালক সৈয়দ তানসীর তাইমুর মোরশেদ, মো. এহসানুল হক চৌধুরী ইমাদ, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, সৌমেন দত্ত রনি, শেখ ওয়ালিদ হাসান, সাব্বির চৌধুরী, পঙ্কজ কুমার দাশ, ডা. সোহেল মাহমুদ, তৌহিদ আহমেদ, গিয়াস উদ্দিন তালুকদার, মো. নাজিম উদ্দিন, সাহেদ মুরাদ সাকু, মো. কামরুল হুদা পাভেল, ক্রিকেট দলের কোচ মোমিন খন্দকার, সমন্বয়কারী মিফতাহুল ইসলাম, নকিব আলম বাদশা ।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাবের ক্রিকেট কমিটি
পরবর্তী নিবন্ধচুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন