মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ৩য় বিভাগ ফুটবল কমিটি গঠিত

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

গতকাল থেকে শুরু হওয়া চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ৩য় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণকারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল এর ফুটবল কমিটি গঠনকল্পে এক সভা গত ১৯ মে ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আইস ফ্যাক্টরি রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন তৃতীয় বিভাগ ফুটবল লিগ পরিচালনার জন্য এন স্পোর্টস এর ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক তাজুল ইসলামকে চেয়ারম্যান, প্রবাসী ব্যবসায়ী মো: আব্বাস হোসেনকে সম্পাদক এবং নারী উদ্যোক্তা পাপিয়া দত্তকে ট্রেজারার করে সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র তৃতীয় বিভাগ ফুটবল কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, মেহেদী হাসান, মো: কামরুল হুদা পাভেল ও তাবসসুম হুমায়রা।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস প্রিমিয়ার দাবা লিগে লিটল ব্রাদার্স চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধবিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত