চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত পরমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নিতে অনুশীলন শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে প্রধান অতিথি হিসেবে অনুশীলনের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের স্টেডিয়াম প্রতিনিধি ও সিজেকেএস এর সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি সরোয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি এবং ক্রিকেট কমিটির কো–চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসীর, দলের ম্যানেজার ইমতিয়াজ চৌধুরী রকি, কোচ মোমিন খন্দকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রিকেট কমিটির পরিচালক মুিফজুর রহমান রাশেদ, মশিউর রহমান, দলের সমন্বয়কারী জুনায়েদ রহমান তানিন, সাঈদুর রহমান এবং মেহেদী হাসান। এবারের প্রিমিয়ার লিগের জন্য বেশ শক্তিশালী দল গঠন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ক্লাবের স্টেডিয়াম প্রতিনিধি মশিউর রহমান চৌধুরী বলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দেশের স্বাধীনতার প্রতীক। এই দলটির সাথে দেশের স্বাধীনতার সম্মান জড়িয়ে আছে। তাই সে হিসেবে সর্বোচ্চ শক্তি দিয়ে দল গড়া হয়েছে। তিনি খেলোয়াড়দের মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলার আহবান জানান। কারন মাঠে খেলবে ক্রিকেটাররা। বাইরে থেকে কর্মকর্তারা তাদের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যাবে। কিন্তু মাঠের খেলাটা খেলতে হবে খেলোয়াড়দেরকেই। তিনি দলেল ক্রিকেটারদের কাছ থেকে শতভাগ আশা করেন। আর সেটা দিতে পারলেই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলে মনে করেন তিনি।