পোর্ট কলোনী নিবাসী মুক্তিযোদ্ধা ও বন্দর সিবিএর সাবেক কার্যকরী সভাপতি শেখ মানিক (৭৭) গত সোমবার রাত ২টায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ গভীর শোক জানিয়েছেন। শোক বার্তায় তিনি বলেন, শেখ মানিক জীবদ্দশায় অত্যন্ত সাহসিকতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে দেশ একজন নির্লোভ ও প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছে। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, যশোরে জন্মগ্রহণকারী শেখ মানিক পটিয়া ১ নম্বর সেক্টরে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।