বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সদস্য ও ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিক আহম্মেদ (৬৮) গত বুধবার ভোর ৪টায় আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন রাতে নগরীর বন্দর থানাধীন দক্ষিণ হালিশহরের মাইলের মাথাস্থ মসজিদে রহমানিয়া প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ হালিশহরের পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা রফিক আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফ্ফর আহমদ, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, বন্দর কমান্ডার কামরুল আলম জতু, ইপিজেড থানার ডেপুটি কমান্ডার এটিএম শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম দুলুসহ সংসদের কর্মকর্তা-সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।