নগরীর বাকলিয়া থানাধীন নুর হোসেন চেয়ারম্যান ঘাটা নিবাসী মুক্তিযোদ্ধা মো. ইসমাইল (৭৭) গত ১৩ মে বৃহস্পতিবার রাত দেড়টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ১১টায় বালুরমাঠ সংলগ্ন হযরত আবদুল কাদের জিলানী (র.) জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, যুদ্ধকালীন কমান্ডার ডা. মাহফুজুর রহমান, ডেপুটি কমান্ডার শহিদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, বাকলিয়া থানা কমান্ডার আলী হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।