মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোখতার আহমদের ১৬তম মৃত্যুবার্ষিকী কাল। এ উপলক্ষে নগরীর চৈতন্যগলি কবরস্থানে কোরানখানি, ফাতেহা পাঠের আয়োজন করা হয়েছে।
কাল শনিবার বিকাল চারটায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) মিলনায়তনে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি চসিক মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা থাকবেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












