হালিশহর থানাধীন ছোটপুল শান্তিবাগ আ/এ নিবাসী মুক্তিযোদ্ধা মির্জা আতিকুর রহমান (৬৭) গত ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদ মাগরিব ছোটপুল শেখ দেওয়ান আলী সওদাগর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে হালিশহর থানা পুলিশের একটি চৌকষ দল মুক্তিযোদ্ধা মির্জা আতিকুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে পুলিশ কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। পরে সেখানকার পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মুক্তিযোদ্ধা মির্জা আতিকুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।