পটিয়া পৌর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাস্টার বদিউর রহমানের স্মরণ সভা আজ শুক্রবার বিকাল ৪টায় পটিয়া ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুলসহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় সকলকে উপস্থিত থাকার জন্য উদযাাপন পরিষদের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর গোফরান রানা অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।