চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় স্থাপন করা ডা. মো. ফজলে রাব্বি মুক্তিযোদ্ধা ব্লকের দুই বছর পূর্তি এবং বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে হৃদরোগ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
হৃদরোগ বিভাগের রেজিস্ট্রার ডা. লক্ষীপদ দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দীন, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, হৃদরোগ বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. একেএম মনজুর মোর্শেদ। আরো বক্তব্য দেন ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল গণি ও নার্সিং তত্ত্বাবধায়ক ইনসাফি হান্না।সভায় মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করে শোনান বিভাগের সহকারী অধ্যাপক ডা. সন্দীপন দাশ। এ সময় সকল শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে দেশে প্রথমবারের মতো আলাদা ব্লক স্থাপন করায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধাগণ। তবে শুধু একটি ওয়ার্ডে একটি ব্লক খুবই অপর্যাপ্ত, এই মন্তব্য করে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা আরো বাড়ানোর দাবি জানান চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাবুদ্দীন।