মুক্তিযোদ্ধা বদিউজ্জামান

| শনিবার , ২২ জানুয়ারি, ২০২২ at ৭:২৮ পূর্বাহ্ণ

পটিয়া প্রতিনিধি জানান, দক্ষিণ জেলার সাবেক সহকারী বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বদিউজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল শুক্রবার ভোর ৬টার দিকে চট্টগ্রামের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে, জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল শুক্রবার বাদে মাগরিব তার নিজ গ্রামের বাড়ি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা মোহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সেখানে গার্ড অব অনারে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধঅঞ্জলী রানী দাশ
পরবর্তী নিবন্ধআলতাফ হোসেন হারুন