১৯৫১ সালে চট্টগ্রামের বিপ্লবের সূতিকাগার পটিয়ার ধলঘাট কেলিশহরের এক সম্ভ্রান্ত বিপ্লবী পরিবারে জন্ম গ্রহণ করেন মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন অলক। রাজনীতি, শিল্প -সাহিত্য সংস্কৃতি চর্চায়, সাহসী যৌবনের সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে সমাজ ও দেশের অগ্রগতিতে মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী সময়ে সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি। এক একটা মানুষের যৌবনের কতো বড়ো অংশ ব্যয়িত হয়েছে দেশের কাজে, প্রাপ্তির কোন আকাঙ্ক্ষা ছাড়া, মরহুম ফরহাদ হোসেন অলক তারই এক উজ্জল উদাহরণ। তাঁর সতীর্থ বন্ধু মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ থেকে জানা যায়- বিমল মিত্রের গ্রুপে (নটরডেম কলেজের প্রভাষক) প্রখ্যাত শিক্ষক নেতা সুনীল চক্রবর্ত্তী ছিলেন ফ্রন্ট লাইনার- ফাইটার। তাঁর সঙ্গী হয়েছিলেন অলক। ধলঘাট ষ্টেশন দখল-লড়াইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন তিনি । মূলত অলকের বিপ্লবী কর্মকান্ড বিকশিত হয় ছাত্র ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পর । ৭০ দশকে চট্টগ্রাম কলেজে তুখোড় ছাত্রনেতা হিসেবে তার খ্যাতি ছিল শীর্ষে। আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৮৭/৮৮ সালের শেষের দিকে তিনি রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠেন। ভীষণ আবেগপ্রবণ মানুষ ছিলেন অলক। যা করতে চাইতেন তাই করে দেখাতেন। ১৯৯১ এর জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় তার ভূমিকা ছিল উল্লেখ করার মত। বিশেষ করে রাঙ্গুনিয়ায় কমরেড মো: ইউছুপের বিজয়ী হওয়ার পেছনে তার নেপথ্য সহযোগিতা স্মরণীয়। চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ, চট্টগ্রাম নগর ছাত্র ইউনিয়ন, খেলাঘর, পলগ, লেখিকা সংঘ, লেডিস ক্লাব সহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন তিনি। জীবনের নানা উত্থান পতনে তাঁর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অমলিন। এরকম হৃদয়বান মানুষ আমরা জীবনে খুব একটা পাইনি। আমৃত্যু প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ ছিলেন ফরহাদ হোসেন অলক। আমাদের সমাজ আজকে সাম্প্রদায়িকতা, ধর্ম বিদ্বেষ, নারী বিদ্বেষ ইত্যাদি কলুষতায় ভরে গেছে। এরকম একটি দুঃসময়ে অলকের মত মানুষকে আমরা হারিয়েছি । দেশের ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন। পারিবারিক জীবনেও একজন সফল ব্যক্তি ছিলেন অলক। তার সহধর্মিণী কবি ফরিদা ফরহাদ চট্টগ্রাম কলেজ ছাত্র ইউনিয়ন’র নেত্রী ছিলেন ও এখনো চট্টগ্রামে সাংস্কৃতিক আন্দোলনের নিষ্ঠাবান সংগঠক হিসেবে ভূমিকা রাখছেন। ৩ মেয়ে ও ২ ছেলেকে স্ব স্ব ক্ষেত্রে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। গত ৩ সেপ্টেম্বর ৬৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ফরহাদ হোসেন অলক। আমরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং রাজনীতিতে নবাগত কর্মীরা তার আদর্শ ও কর্মকে ধারণ করে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় সামনে এগিয়ে যাবেন – এই আশা আমরা করতেই পারি।