মুক্তিযোদ্ধা জামাল উল্লাহর স্মরণসভা

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০৪ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের সহকারী কমান্ডার মো. জামাল উল্লাহর স্মরণসভা ও দোয়া মাহফিল সম্প্রতি চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদের জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিন। সঞ্চালনায় ছিলেন ডেপুটি কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু। সভায় বক্তারা বলেন, প্রয়াত মুক্তিযোদ্ধা মো. জামাল উল্লাহ আমাদের প্রেরণার উৎস। মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য তিনি আজীবন লড়াই করেছেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, আহমেদ হোসেন, মো. আবুল হোসেন মাস্টার, নুরুল আমিন, মোহাম্মদ হারুন, জাহাঙ্গীর চৌধুরী, সন্তোষ কুমার, মীরসরাই কমান্ডার কবির আহমেদ, লোহাগাড়া কমান্ডার আখতার হামিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পাঠ্যবই প্রদান
পরবর্তী নিবন্ধহেদায়েতুল ইসলাম ছিলেন দলের নিবেদিত প্রাণ নেতা