উত্তর কাট্টলী মুন্সীপাড়া শেখবাড়ির বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক চৌধুরী বেলায়েত আলী বেলা গতকাল শুক্রবার রাত দশটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী তাহলিয়া আফরোজ, একমাত্র ছেলে ও তিন ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি প্রায় ২ বছর ধরে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে দেশ–বিদেশে চিকিৎসাধীন ছিলেন। মুক্তিযোদ্ধা চৌধুরী বেলায়েত আলী কাট্টলীর বিশিষ্ট জমিদার মরহুম কামাল উদ্দিন আহমেদ চৌধুরী তৃতীয় সন্তান।
আজ শনিবার দুপুর ২ টায় মরহুমের নিজবাড়ি মুন্সিপাড়ায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। চৌধুরী বেলায়েত আলীর মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের পরিচালক সাইফুদ্দিন আহমেদ সাকী ও রোকেয়া হক এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












