২ নং জালালাবাদ ওয়ার্ডের সাবেক কমিশনার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার সিরাজুল আলম গত ৯ আগস্ট দুপুরে কুলগাঁও মোতোওয়াল্লী বাড়িস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে… রাজেউন) গতকাল চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া ময়দানে ১ম নামাজে জানাজা এবং সকাল ১১টায় কুলগাঁও সিটি কর্পোরেশেন কলেজ ময়দানে ২য় নামাজে জানাজা সম্পন্ন হয়। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, কুলগাঁও উচ্চ বিদ্যালয়, পূর্ব কুলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফকিরপাড়া শাহ হাবীব উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি অবদান রাখেন। এছাড়া বটতলী জামে মসজিদের দীর্ঘ দিন সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। নামাজে জানাজা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার সহকারে রাষ্ট্রীয় মর্যাদায় বটতলী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে গাউসিয়া কমিটি মহানগর সভাপতি আলহাজ্ব তসকির আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুনির উদ্দিন সোহেল শোক প্রকাশ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












