মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান স্মরণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশের মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের ৫৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত ২৯ নভেম্বর বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ আবদুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আ... মোজাম্মেল হক। উদ্বোধক ছিলেন মুহাম্মদ বখতেয়ার হোসেন মুরাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনজুর মোরশেদ চৌধুরী, অ্যাডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন, মোহাম্মদ সিরাজুল মোস্তাফা, নুরুল হুদা বাবর, মাস্টার রিয়াজ উদ্দিন, সরওয়ার আজাদ।ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনামের সঞালনায় এতে উপস্থিত ছিলেন জাফর আলী হিরু, জয়নাল আবেদীন নিলু, আমিনুল হক, সিরাজুল ইসলাম, মাহবুবুল আলম চৌধুরী। পরে গুণীজনদের সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন
পরবর্তী নিবন্ধশহীদ আইনজীবী সাইফুলের পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ