মুক্তিযোদ্ধার সন্তানকে দেখতে হাসপাতালে সিডিএ চেয়ারম্যান

| শনিবার , ২৭ জুলাই, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে আন্দোলনকারী দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্য সচিব, মহানগর যুবলীগের সাবেক সদস্য হোসেন সরওয়ার্দীকে (৪৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ।

এ সময় তিনি বলেন, এই হামলা মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। আন্দোলনকারীদের এই সহিংসতা বাঙালি জাতির একটি কলঙ্কিত অধ্যায়। এ সময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান কাজী রাজেশ ইমরান, সরওয়ার আলম মনি, সাহেদ মুরাদ সাকু, ওমর ফারুক সোহেল, আশরাফুল হক, মঞ্জরুল আলম প্রমুখ।

গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে একটি মিছিল নিয়ে হোসেন সরওয়ার্দী বহদ্দারহাট মোড়ে গেলে তার উপর হামলা করে কিছু দুর্বৃত্ত। এই হামলায় সরওয়ার্দীর মাথায় ২৮টি সেলাই দেওয়া হয়। এছাড়া সারা শরীরে লোহার রড ও কাঠের লাঠির আঘাতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। একই সময়ে তার সাথে থাকা অপর কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাবির বিভিন্ন হলের ৩০০ কক্ষ ভাঙচুর
পরবর্তী নিবন্ধরুমা-থানচি সড়ক সংস্কারে কাজ করছে সেনাবাহিনী