মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৫ ডিসেম্বর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, জাতির পিতার স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টার্নেল আজ দৃশ্যমান। এই সকল উন্নয়ন সম্ভব হয়েছে মুক্তিযোদ্ধাদের সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে বলেই। তাই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। গতকাল শুক্রবার সন্ধ্যায় দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। দোহাজারী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বশির উদ্দিন খান মুরাদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু। আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার ইসলাম খান, অনিল বড়ুয়া, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, সাবেক মেম্বার শাহ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে ২২ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধনির্যাতন থেকে শিশু সুরক্ষা বিষয়ে কর্মশালা