মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান

শহীদ নাজিম উদ্দিন স্মরণসভায় মাহতাব

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:৩৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধকালিন রাউজান থানার মুজিব বাহিনীর প্রধান তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সম্মুখ যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদ নাজিম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে শহীদ নাজিম উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে গত ৮ ডিসেম্বর ফটিকছড়ির মোহাম্মদ তকির হাটস্থ শহীদ নাজিম উদ্দিনের কবরে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । এরপর এক আলোচনা সভা স্থানীয় স্কুল প্রাঙ্গণে যুদ্ধকালিন সহযোদ্ধা এফ.এফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস খান রুমুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, শহীদ নাজিম উদ্দিনের ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম খান, শহীদ নাজিম উদ্দিনের ছোট ভাই নগর শ্রমিক লীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান, চট্টগ্রাম জিপিও কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান, রাজনীতিবিদ আলী আজগর কমু। প্রধান অতিথি মাহতাব উদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছেন বীর মুক্তিযোদ্ধারা। শহীদ নাজিম উদ্দিনের মতো অনেকেই জীবন উৎসর্গ করে জাতির ইতিহাসে স্মরণীয়-বরণীয় হয়ে আছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি নুরুল আলম, পূবালী ব্যাংক কর্মচারি ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিল উদ্দিন, জনতা সিবিএ সভাপতি আবু তাহের জিহাদী, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সভাপতি প্রবীর কুমার ঘোষ, বায়েজিদ থানা সভাপতি দিদারুল আলম, ডবলমুরিং থানা শ্রমিক লীগের সভাপতি দেলোয়ার হোসেন, চকবাজার থানা শ্রমিক লীগের সভাপতি দেবাশীষ চৌধুরী দেবু, সাধারণ সম্পাদক বিপ্লব, ইপিজেড থানা শ্রমিক লীগের সভাপতি মো. রিপন, পাহাড়তলী থানা শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দিন বুলু ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ, মিমি সুপার মার্কেট কর্মচারি ইউনিয়নের সভাপতি নুরী ইয়াছিন চৌধুরী, বাকলিয়া থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, পদ্মা ওয়েল শ্রমিক কর্মচারি ইউনিয়নের মো. জাফর, ডক বন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, পোস্ট অফিস কর্মচারি ইউনিয়নের ফাতেমা কানিজ, শ্রমিক নেতা ফখরুল আলম, জাহাঙ্গীর আলম, প্রাক্তন ছাত্রনেতা আবদুল্লাহ, প্রবীর কুমার আচার্য্য, মো. এনাম প্রমুখ। সভায় বক্তারা হাটহাজারী রাউজান সংযোগ সড়কে সত্তার খালের উপর নির্মিত ব্রিজটি বীর মুক্তিযোদ্ধা শহীদ নাজিম উদ্দিনের নামে নামকরণ করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড্ডিস্ট ফাউন্ডেশনের নির্বাচন ৩১ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধআহলা দরবারের ওরশ ১৪ ডিসেম্বর