প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের মাধ্যমে দেশীয় নতৃন প্রজন্ম তথা ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধের ইতিহাস শোনানোর ব্যবস্থা করার আশ্বাস দিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তার সাথে আমিরাতে অবস্থানরত প্রবাসী মুক্তিযোদ্ধাদের এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। গত মঙ্গলবার (৩০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে এ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা এস এম রফিকুল ইসলামের নেতৃত্বে এ সময় প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাকের হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম নুরু ও প্রজন্ম বঙ্গবন্ধুর উপদেষ্টা পরিষদের সদস্য ও ব্যবসায়ী আলহাজ্ব নাজিম উদ্দিন, প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর সাধারণ সম্পাদক এম আবদুল মান্নান উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধাগণ রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরকে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বাল্যকালে নিজের চোখে দেখা মুক্তিযুদ্ধের স্মৃতিকথা তুলে ধরে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় ও স্মৃতি নিয়ে আলোচনা করেন।
মুক্তিযোদ্ধারা বলেন, দীর্ঘ ৫০ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণ বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতের সাথে আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস এম রফিকুল ইসলাম আগামী বিজয় দিবসের অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান এবং প্রজন্ম বঙ্গবন্ধু পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আবুধাবীস্থ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের মুক্তিযোদ্ধাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস শোনার ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন রাষ্ট্রদূত।