জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের ফসল স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতা না পেলে বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারতো না। গতকাল শুক্রবার পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
হুইপ সামশুল আরো বলেন, শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। এরই ধারাবাহিকতায় ১ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান হুইপ। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমদ, পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকম সামশুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আহমদ নবী, থানা ওসি রেজাউল করিম মজুমদার, আবদুল খালেক চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানউল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির প্রমুখ।